বগুড়ার শিবগঞ্জে দুঃসাহসিক চুরি, ১০লক্ষ টাকার ক্ষতি সাধন


বগুড়ার শিবগঞ্জের পল্লীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত দু’টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী বেগুণবাড়ী এলাকায় অবস্থিত মের্সাস রহমান ট্রেডার্সে এ চুরি সংঘঠিক হয়।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে মের্সাস রহমান ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী ওবায়দুল ইসলাম জানান, আমার দোকানের ১৬টি সিসি ক্যামেরার মধ্যে ৪টি সিসি ক্যামেরা ও ৪টি তালা ভেঙ্গে বালাইনাশক নিডসট, ট্রায়াল, মিমপেক্সসহ বিভিন্ন বিভিন্ন ঔষধ চুরি হয়েছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভূক্তভোগী ব্যবসায়ীকে জিডি করার জন্য বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন