বগুড়ার শিবগঞ্জে দুই ডজনের অধিক মামলার আসামি শাহজালাল গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে দুই ডজনের অধিক মামলার আসামি শাহজালাল (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিহার ইউনিয়নের বাগিচাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজালাল একই গ্রামের আকবর আলী আকন্দের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শাহজালালের বিরুদ্ধে অপহরণ হত্যা, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। বুধবার (১লা জানুয়ারী) তাকে আদালতে পাঠানো হয়েছে। আরও জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।