বগুড়ার শিবগঞ্জে দুই সহস্রাধিক নেতা কর্মী নিয়ে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

বগুড়ার শিবগঞ্জের আটমূলে দুই সহস্রাধিক নেতা কর্মী নিয়ে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও বিসিকের পরিচালক মীর শাহে আলম।

এতে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, বিএনপি নেতা আব্দুল করিম, এসএম তাজুল ইসলাম, আব্দুল মান্নান দুলু, আব্দুল কুদ্দুস, খোরশেদ আলম কাজল, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।