বগুড়ার শিবগঞ্জে দেশবন্ধু’র পরিচালকের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Shibganj-pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেশবন্ধু ও স‚র্যের আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৪০/৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার গুজিয়া বন্দরে প্রতারিত গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গুজিয়া বন্দরের ব্যবসায়ী আবু জাফর মন্ডলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, শাফিউল ইসলাম সাফি, শাহিনুর ইসলাম, খোকন মেম্বার, আবুল মাস্টার, ঐ প্রতিষ্ঠানের নারী কর্মী রাজিয়া, রাফিয়া বেগম, মনছুর রহমানসহ শতশত গ্রাহক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন