বগুড়ার শিবগঞ্জে দেশসেরা দৃষ্টিকে বিএনপির সংবর্ধনা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের সকল বোর্ডের মধ্যে দ্বিতীয় এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টিকে সংবর্ধনা দিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।
বুধবার (৩০ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দৃষ্টির হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
এসম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, দৃষ্টির বাবা দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন