বগুড়ার শিবগঞ্জে ধানের ক্ষেতে বিষ প্রয়োগে কৃষকের মাথায় হাত

বগুড়ার শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে গত বছের মতো এবছরও ধানের ফসলের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে আব্দুল মাজেদগংদের বিরুদ্ধে। এতে ঐ কৃষক নিঃস্ব হয়ে মাথায় হাত পড়ার মতো অবস্থায় রয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক মানসুর রহমান।
এর আগে গত রোববার সকালে উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা মৌজার ৯৩ নং জেএল, ১৮ নং খতিয়ানের সাবেক ৬৮ নং দাগের ৩৮ শতাংশ জমিতে বিষ প্রয়োগ করা হয়। গত সোমবার ফসলের রং লাল হয়ে যায়।
ভুক্তভোগী কৃষক মানসুর জানায়, ভাটরা গ্রামের শামীম (৩০), মাসুদ (৩৫), মাজেদ আলী (৬২), মহিদুল ইসলাম (৩৫) ও তোফাজ্জল হোসেন আমাদের কবলাকরা জমি জোরপূর্বক ভোগদখল করে আসছিলো। আমরা দলীলমূলে জমিটি উদ্ধার করে ধানচাষ করি। প্রতিপক্ষরা আমাদের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে। গত বছরও একই ভাবে ফসল নষ্ট করেছিলো। এতে জমির সকল ধানগাছ লাল হয়ে নষ্ট হয়ে প্রায় ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আমরা আতঙ্কে রয়েছি।
প্রতিপক্ষ মাজেদের সাথে এবিষয়ে কথা বলার জন্য তার বাড়িতে গেলে জানা যায় সে তাবলীগ জামাতে গিয়েছে। মাজেদের স্ত্রী শেফালী বেগম বলেন, জমিতে কে বিষ দিয়েছে তা আমরা জানিনা, আইনগত ভাবে তারা যদি জমি পায় দিয়ে দেওয়া হবে, না পেলে আমরা নেব।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন















