বগুড়ার শিবগঞ্জে নবাগত ইউএনও জিয়াউর রহমানের যোগদান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নবাগত ইউএনও জিয়াউর রহমান যোগদান করেছেন।

(১৭ জানুয়ারী) শুক্রবার বিকাল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও তাহমিনা আক্তারের নিকট থেকে তার দায়িত্বভার বুঝে নেন।

এসময় উপস্থিত ছিলেন, বিসিকের পরিচালক মীর শাহে আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মুর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।

মহাস্থান আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুবক্কর ছিদ্দিক, শিবগঞ্জ গ্রামার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান প্রমূখ।

প্রসঙ্গতঃ নবাগত ইউএনও জিয়াউর রহমান ৩৬তম বিসিএস ব্যাচে প্রথমে সহকারী কমিশনার হিসেবে নাটোর জেলায় ১ম যোগদান করে। তিনি ইউএনও হিসেবে যোগদানের আগে ফরিদপুর জেলার সদরপুর ও ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং সর্বশেষ বিআরটিএ ঢাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়ালেখা করেছেন। তার নিজ জেলা রাজবাড়ী। বিদায়ী ইউএনও তাহমিনা আক্তার পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।