বগুড়ার শিবগঞ্জে নবীকে নিয়ে কটুক্তিকারী সম্রাট কুমারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী সম্রাট কুমারকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবীতে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বাদ জুমা উপজেলার গাংনগর চারমাথা এলাকার সর্বস্তরের মুসল্লীদের আয়োজনে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহিদ, সাহেদ, লেমন, ফরহাদসহ এলাকাবাসী।

প্রসঙ্গতঃ সম্প্রতি সম্রাট কুমার একটি ফেসবুক স্ট্যাটাসে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করলে শিবগঞ্জে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্দ হয়ে ওঠে। সম্রাট কুমারের বাড়ী উপজেলার দেউলী ইউনিয়নের মালীপাড়া গ্রামে। সে বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করে।