বগুড়ার শিবগঞ্জে নারী উদ্যোক্তা আয়েশা সিদ্দিকা’র সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে নারী উদ্যোক্তাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নারী উদ্যোক্তা আয়েশা সিদ্দীকা খাতিজা।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে তিনি বলেন, আমাদের দখলে থাকা জামুর মৌজার জেএল নং ৯৭, সিএস খতিয়ান নং ৮০, দাগ নং ১২৫৮ এর ৪২ শতাংশ জমি আমরা ৫০ বছর যাবত ভোগদখল করে আসছি। কিন্তু গত ২৬ মে ২০২৫ তারিখে প্রতিপক্ষ সিহালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র হায়দার আলী ১৬ জুন ২০২৫ তারিখ দিনের মিথ্যা ঘটনা সাজিয়ে বগুড়ার শিবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং ৪১৪সি/২০২৫ (শিবগঞ্জ)।

মামলায় বলা হয়েছে, ২ থেকে ১১ নং আসামীগণ জোড় পূর্বক ধান কেটে ১০ নং আসামী কল্পনার বাড়িতে নিয়ে যায়। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ১১ নং আসামী রুবিয়া বিবি(৭০) বৃদ্ধা মানুষ, সে নিজেই হাঁটতে পারেনা, সে ধানের জমিতে কীভাবে গেল।

বাদীরা আমাদের প্রতিনিয়ত হয়রানি করছে, ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তার স্বামী সাংবাদিক তৌহিদ মন্ডল উপস্থিত ছিলেন।