বগুড়ার শিবগঞ্জে নাশকতার মামলায় জাপা নেতা শাহিনূর জেল হাজতে

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনূর ইসলাম (৩৮) নাশকতার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে।

সম্প্রতি (৩০ ডিসেবর ২০২৪) তার জন্ম দিনের দিনে তাকে উপজেলার গুজিয়া বন্দর থেকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ।

সে শিবগঞ্জ সদর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, জাপা নেতা শাহিনূর ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার নামে ততোধিক নাশকতার মামলায় রয়েছে।