বগুড়ার শিবগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট

বগুড়ার শিবগঞ্জে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মহাস্থান বাজারে এ মোবাইল কোট পরিচালনা করা হয়।

এসময় অধিক মূল্যে দ্রব্যাদি বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল বিক্রিয় ও মূল্য তালিকা না থাকা প্রভুতি অপরাধে চার দোকানীকে জরিমানা করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, অধিক মূল্যে দ্রব্যাদি বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল বিক্রিয় ও মূল্য তালিকা না থাকা প্রভুতি অপরাধে সাত হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানদারদের নায্যমূল্যে দ্রব্যাদি বিক্রয়ে উৎসাহিত করা হয়।

এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সহায়তা করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।