বগুড়ার শিবগঞ্জে নিসচা উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে দুই মাসব্যাপী চলমান কর্মসূচি সংবাদ সম্মেলনে মধ্যে দিয়ে সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নিসচা শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা দুই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপন করেছে। এর মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পোস্টার লাগানো, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ, চালকদের প্রশিক্ষণ, স্মারকলিপি প্রদান, সাংবাদিকদের সাথে মতবিনিময় উল্লেখযোগ্য।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহবায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ন আহবায়ক প্রভাষক রাজিকুল ইসলাম রনি, মাস্টার সোহাগ আহমেদ, তথ্য ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী, রেশম খাতুন, মিজানুর রহমান, মশিউর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন