বগুড়ার শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের সহযোগিতা পেল অসহায় ও অতিদরিদ্র পরিবার

বগুড়ার শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের আয়োজনে অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ছাগল, টিউবওয়েল, সেলাই মেশিন, হুইলচেয়ার, স্যানেটেশন সামগ্রী, শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও গাছের চারা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে পউস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন