বগুড়ার শিবগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

বগুড়া শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। ঐ স্কুল মাঠে শিবগঞ্জ ফায়ার স্টেশন উদ্যেগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়াও অনুষ্ঠিত হয়।

মহরা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলালের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তৌহিদ আল আরাফ, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন , সমবায় কর্মকর্তা ফাতেমা-তুজ-জহুরা, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন প্রমূখ।