বগুড়ার শিবগঞ্জে পৌর বিএনপি’র ২টি ভোট কেন্দ্র কমিটি গঠন

বগুড়ার শিবগঞ্জে বিএনপি’র ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ও ৭নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্যে রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা, আবু তাহের, আনোয়রুল ইসলাম মুকুল, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি।

মহিলা দল নেত্রী মিনারা বেগম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদল নেতা বিপুল রহমান প্রমূখ। সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও ৪নং ও ৭নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।