বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক অসহায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক অসহায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানী গ্রামের মৃতঃ জামির উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৪২)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার প্রভাবশালী আজাহার আলী খন্দকারের ছেলে মতিন খন্দকারসহ ১০-১২ জনের সাথে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। তারা জোর পূর্বক অন্যায়ভাবে সচিয়ানী মৌজার ৪৭৫ দাগের ২৩ শতাংশ ফসলি জমির মধ্যে দিয়ে গভীর নলকূপ স্থাপন ও তার উপর দিয়ে ড্রেন নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ পানি সেচ দিয়ে আসছে।
এতে আমার কোন আপত্তি ছিলোনা। একপর্যায়ে তারা আমার সম্পত্তিতে জোর পূর্বক রাস্তা নির্মাণের পায়তারা করলে আমি বাঁধা দিলে একপর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলে ফিরোজকে মারপিট করে এবং আমার স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। বিষয়টি নিয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দিলে প্রশাসন সরেজমিনে তদন্তে গিয়ে উভয় পক্ষকে ডেকে মিমাংসার স্বার্থে শালিসের মাধ্যমে নলকূপের সেচ প্রকল্পের রাস্তা বাবদ ড্রেনসহ ৬ফিট রাস্তা দেওয়ার সিদ্ধান্ত হয়।
আমি তাহা মেনে নেই। কিন্তু তারা তা না মেনে ড্রেনসহ ১৫ফিট রাস্তা নেওয়ার অপচেষ্টা করছে। আমি গ্রামের জনগণের স্বার্থে ৬ফিট রাস্তা দিতে রাজি আছি। এর বেশি রাস্তা দিলে আমার ফসলি জমির অপূরনীয় ক্ষতি হবে। আমি কোন সংঘাত চাইনা, আমি চাই শান্তি। জমির বিষয়ে পুঙ্খানুভাবে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফজিলা বিবি, আকলিমা, হাবিল প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন