বগুড়ার শিবগঞ্জে ফসলের ক্ষতি, থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে উপজেলার ধানী জমির ফসলেরক্ষতি বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রোববার রাতে ফসলের ক্ষতির বিষয়ে উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের ভুক্তভোগী কৃষক মোকাররম হোসেন (৪৮) থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে গত শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন মোকাররম হোসেনের ফসল নষ্ট করে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, মোকাররমের রোপনকৃত ধানের ক্ষেত একই গ্রামের ইসমাইল হোসেন (৬০), কাইছার (৩৫) ও শাহজাহান আলী (৭০) আফসন মৌজার ৮১১ নং দাগের ১০শতক ধানী সম্পত্তি বেদখলের চেষ্টা করে। প্রতিপক্ষরা মোকাররমের লাগানো ধানের চারাও নষ্ট করে ফেলে।

ভুক্তভোগী কৃষক মোকাররম হোসেন বলেন, “প্রতিপক্ষরা পূর্বেও আমার জমির ফসল নষ্ট করেছে। প্রতিপক্ষ বার বার আমার ফসল নষ্ট করার কারণে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। বর্তমানে আমার আর্থিক সমস্যার কারণে পরিবার পরিজন নিয়ে অভব-অনাটনে জীবনযাপন করছি”।

আব্দুল মোমিন জানান,আমরা বাবার রেখা যাওয়া সম্পত্তি যে যতটুকু পবে সমান অংশে ভাগ বাটোয়ারা করে দখল করে নিয়েছি। ৮১১ দাগের ১০ শতাংশ সম্পত্তি মোকাররমকে দেওয়া হয়েছে এবং সে ভোগ দখল করে আসছে। কিন্তু উক্ত সম্পতি দখলে নেওয়ার জন্য প্রতিপক্ষরা বাব বার ফসল নষ্ট করছে। এবিষয়ে প্রতিপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা হলে কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, সত্যতা যাচাইপূর্বক সঠিক আইনী পদক্ষেপ নেওয়া হবে।