বগুড়ার শিবগঞ্জে ফসলের সাথে এ কেমন শত্রুতা

বগুড়ার শিবগঞ্জে জমাজমির সংক্রান্ত বিরোধের জেরে ফসলের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে আব্দুল মাজেদগংদের বিরুদ্ধে।

গত সোমবার রাতে উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা মৌজার ২৬৯ ও ২৭০ নং দাগের ৩৮ শতাংশ জমিতে রাতের আধারে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক মজিদ ও মনছুর।

ভুক্তভোগী কৃষক মজিদ ও মনছুর জানান, মাজেদ গং আমাদের কবলাকৃত জমি জোরপূর্বক ভোগদখল করে আসছিলো।

আমরা কাগজমূলে জমিটি উদ্ধার করে ধানচাষ করি। প্রতিপক্ষরা রাতের আধারে আমাদের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে। এতে জমির সকল ধানগাছ লাল হয়ে নষ্ট হয়ে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আমরা আতঙ্কে দিনাতিপাদ করছি। প্রতিপক্ষের সাথে এবিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।