বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা সহকারি প্রোগ্রামার মাহফুজার রহমান, একাডেমি সুপারভাইজার পদ্মা রানী, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, বিহার টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাজ উদ্দীন মোঃ ইমতিয়াজ আলী, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিবগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলী প্রমূখ।
পরে শ্রেষ্ঠ কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ অধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন