বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে সাজু মিয়া (২৫) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত সাজু মিয়া উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট কারিগরপাড়ার আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) গ্রামের পাশে মাঠের জমিতে যান্ত্রিক মেশিন দিয়ে হালচাষ করছিলো। দুপুর ১টার সময় গুড়িগুড়ি বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















