বগুড়ার শিবগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনেরা বেগম, মহিলাদল নেত্রী বিউটিসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।