বগুড়ার শিবগঞ্জে বিশাল ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার গুনগত মান উন্নয়ন ও ছাত্র-শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে শিবগঞ্জে বিশাল ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(১৬ নম্বেভর) শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপিতত্বে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ভাইস চ্যান্সেলর, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. হাসানাত আলী ভাইস চ্যান্সেলর, নওগাঁ বিশ্ববিদ্যালয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাই সিদ্দিক সরকার কলেজ পরিদর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়, রফিকুল ইসলাম পরিচালক, পরিবহন দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন মীর শাহে আলম
পরিচালক, বিসিক ও সাবেক উপজেলা চেয়ারম্যন
শিবগঞ্জ, বগুড়া।

এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।