বগুড়ার শিবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার-৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/11/IMG_20241109_215053.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৯ নভেম্বর) রাতে তাদের উপজেলার বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিহারহাট এলাকার ররিকুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ আহম্মদ (৩২), শিবগঞ্জ সদর ইউনিয়নের এরুলিয়াপাড়া এলাকার মৃতঃ আব্দুর রহিমের ছেলে ইকবাল হোসেন (৪০), কালিন্দা প্রসাদ ভৌরর কিশোরগঞ্জের মারফত আলীর ছেলে মোয়াজ্জেম (৪০) ও শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান বদি (৬০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি বলেন, তাদের বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন