বগুড়ার শিবগঞ্জে বিষমুক্ত নিরাপদ সবজির আউটলেটের উদ্ধোধন
বগুড়ার শিবগঞ্জে বিষমুক্ত নিরাপদ সবজির আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বে—সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর সহায়তায় শিবগঞ্জ পৌর এলাকার বরকতিয়া বাজারে আল আমিন সবজি ঘরকে আউটলেট ঘোষণা করেন টিএমএসএস এর উপ—নিবার্হী পরিচালক সোহবাব আলী খান।
আউটলেট ঘোষণা উপলক্ষে সবজি ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা কৃষি অফিস সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম, টিএমএসএস এর কর্মকর্তা আব্দুল কুদ্দুস, এবিএম মাহমুদুল হাসান, শাহীন মাহমুদ, হাবীব, শ্রী দিলিপ চন্দ্র, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার, পৌর আওয়ামীলীগের সহ—সভাপতি নয়ন মন্ডল, সবজি ব্যবসায়ী আল আমিন, ফরিদুল ইসলাম, মমতাজ উদ্দীন, কামাল হোসেন, জালাল উদ্দীন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদিত বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত সবজি ভোক্তা সাধারণের নিকট পৌছে দেওয়ার জন্যই এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন