বগুড়ার শিবগঞ্জে ভাইদের আঘাতে বোন আহত

বগুড়ার শিবগঞ্জে পিতার লিখে দেওয়া সম্পতির অংশ উদ্ধার করতে গেলে আপন ভাইদের আঘাতে দুই বোন আহত হয়েছে।

প্রতিকার পেতে ভুক্তভোগী মর্জিনা বেগমের ছেলে আব্দুল মতিন শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত ৩১শে আগষ্ট সকাল অনুমান সাড়ে ১১ টায় এ মারপিটের ঘটনা ঘটে।

মারপিটে আহত দু’বোন হলেন মর্জিনা বেগম (৬০) ও তাছলিমা বেগম(৫৫)। আহত বোনদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিচক ইউনিয়নের শোলাগাড়ি মৌজার ২৫৯৬ নং দাগের পিতার লিখে দেওয়া ৩৮ শতাংশ জমির দখল বুঝে নিতে গেলে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে তাছলিমা বেগমের গলায় থাকা সোনার চেইনও ছিনিয়ে নেয় প্রতিপক্ষ।

আপন ২ভাই শাজাহান আলী(৫০), নজরুল ইসলাম (৪৫) ও ভাতিজা রবিউল ইসলাম (২২) এর বিরুদ্ধে এ মারপিটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযোগকারী আবুল মতিন বলেন, ‘বিনা কারনে আমার মা ও খালাকে মারপিট করেছে প্রতিপক্ষরা। আমরা জমির অধিকার বুঝে পেতে থানায় অভিযোগ দায়ের করেছি’।

প্রতিপক্ষের সাথে এবিষয়ে সরাসরি কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।