বগুড়ার শিবগঞ্জে ভুয়া নিকাহ রেজিষ্টারদের দৌরাত্বে সরকার হারাচ্ছে রাজস্ব

বগুড়ার শিবগঞ্জে ভুয়া নিকাহ্ রেজিষ্টারকে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ভ‚য়া কাজী মাজেদুর রহমান সাজু ও তার সহযোগী মতিউর রহমানের বিরুদ্ধে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বরাবর অভিযোগ দায়ের করেছে শিবগঞ্জ ও বিহার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মাসুদ চৌধুরী।
অভিযোগের বিষয়ে কাজী মাসুদ চৌধুরী বলেন, সাজু ও মতিয়ার বাজার থেকে বালাম বই প্রিন্ট করে গোপনে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তারা অবৈধভাবে তালাক ও বিবাহ সম্পাদনের কাজে যুক্ত ছিলো। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
বগুড়া জেলা নিকাহ রেজিস্টার সমিতি সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন খান বলেন, সাজু ও মতিয়ার দীর্ঘদিন ধরে শিবগঞ্জসহ আশপাশে এলাকার জনগণকে ধোকা দিয়ে মোটা অংকের টাকা ইনকাম করে আসছে। সম্প্রতি তাদের অবৈধভাবে বিয়ে রেজিষ্ট্রি ও তালাকের বিষয়টি প্রকাশিত হলে তা শুনে আমরা বিস্মিত হয়েছি।
তাদের এহেন কর্মকান্ডে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় গ্রহণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন