বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার হাজার টাকা জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230420_192037-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকেলে মোকামতলায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম উম্মে কুলসুম সম্পা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮তে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫টি সিএনজিকে দু’হাজার পাঁচশত টাকা এবং মোকামতলা হাটে মূল্য তালিকা না থাকায় তিনটি দোকানে এক হাজার পাঁচশত টাকা জড়িমানা আদায় করা হয়।
নির্বাহী হাকিম উম্মে কুলসুম সম্পা বলেন, মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসাধারণের ঈদযাত্রা নিরাপদ করতে শিবগঞ্জের বিভিন্ন মহাসড়ক, ফিডার রোড পরিদর্শন ও বাজার মনিটরিং করা হয়। ভবিষ্যতে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন