বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার শিবগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোকামতলা বাজারের সালেহা ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
ভ্রাম্যমাণ আদালত জানা যায়, সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১লক্ষ টাকা ও হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠান থেকে ১লক্ষ ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দৈনিক জয়যুগান্তরকে বলেন, ভবিষ্যতে আইন অমান্যকারীদের ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় তাকে প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন