বগুড়ার শিবগঞ্জে মাদক সেবনে প্রতিবাদ, কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারপিট

বগুড়ার শিবগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের প্রতিবাদ করায় এক কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে কলেজ শিক্ষার্থী ফেরদৌসকে (২২) মারপিট করলে আহত অবস্থা তাকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়।
প্রতিকার পেতে ঐ দিন রাতেই ফেরদৌসের ভাই রফিকুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছে।
আহত ফেরদৌস উপজেলার ছাতিয়ানপাড়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কলেজ ছাত্র ফেরদৌস (২২) একই গ্রামের আনিছুর রহমান ঠান্ডার ছেলে ফিরোজ ও আব্দুর রহিমসহ অন্যান্যদের মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করে। এরপর প্রতিপক্ষরা ফেরদৌসকে ছাতিয়ানপাড়ায় বেধরকভাবে মারপিট করে আহত করে।
ফেরদৌসের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবত ঠান্ডার ছেলেরা এই এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত রয়েছে। আমার ভাই প্রতিবাদ করলে তাকে মারপিট করে আহত করে’।
অপরপক্ষ ঠান্ডার ভাই মোকরম হোসেন ও ভাতিজা নাসিম বলেন, ‘প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের যে কথা বলেছেন তা সঠিক নয়’।
ঐ গ্রামের সমাজসেবক শামছুল ইসলাম, এরশাদুল ইসলাম, আফছার উদ্দিন ও খেজুর জানান, বর্তমানে মাদক সেবন ও বিক্রির সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন