বগুড়ার শিবগঞ্জে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বাবা নিহত

বগুড়ার শিবগঞ্জে মেয়ের বাড়ী থেকে ফেরার পথে আলু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ উপজেলার মোরশারল গ্রামের আয়েন উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে তার মেয়ের বাড়ীতে বেড়াতে আসে।

বাড়ি ফেরার সময় উপজেলা কালুগাড়ী নামক স্থানে পৌছিলে আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে সে ঘটনাস্থলেই মারা যায়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।