বগুড়ার শিবগঞ্জে শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
বগুড়ার শিবগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নিহত শহীদদের স্মরণে শিবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সদরের শহীদ মুগ্ধ স্কয়ারে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হালিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাওঃ অধ্যক্ষ শাহাদাতুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাওঃ আনম আলমগীর হুসাইন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মোয়াজ্জেম হোসেন, শিবগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ শহীদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা আছার উদ্দিন, সিহাব উদ্দিন, অধ্যক্ষ মাহবুবে রফিক, ফারুক হুসাইন, মাসুদ কাজী, কাউন্সিলর শাহাদত হোসেন, মাওঃ ফেরদৌস, মাওঃ আহসান, সাবেক শিবির নেতা আরিফসহ উপজেলা ও পৌর জামায়াতের সকল স্তরের নেতা কর্মিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “অবৈধ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিলো, জামায়াতের ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়ে ছিলো, সংবিধানকে নিজেদের মত করে তৈরী করে ছিলো, তারা ২০০৬ সালে ২৮শে অক্টোবর হায়েনার ভূমিকায় আর্বিভূত হয়ে জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মীদের শহীদ করে ছিলো। কালের বিবর্তনে তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে, ছাত্র গণঅভ্যত্থানের মাধ্যমে দেশ আজ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা আয়না ঘরের মত কোন নেক্কারজনক ঘটনা বাংলার জমিতে আর হতে দিবোনা, আমরা ইসলামি মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য কাজ করছি”।
পরে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন