বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় মাদ্রাসা ভাংচুরের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মোলামগাড়ী মাদ্রাসার উপাধ্যক্ষকে বহিরাগত কর্তৃক জোরপূর্বক তিন মাসের জন্য অব্যাহতি পায়তারা ও শিক্ষকদের সাথে অসৌজন্যম‚ লক আচরণের প্রতিবাদে ৮দফা দাবী বাস্তবায়নে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাদ্রাসায় বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার ইসলামিয়া এমদাদুল উলুম মোলামগাড়ী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

থানার অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নে অবস্থিত ইসলামিয়া এমদাদুল উলুম মোলামগাড়ী মাদ্রাসায় গত কয়েক দিন যাবত বহিরাগতদের আনাগোনাকে কেন্দ্র করে এবং উপাধ্যক্ষ নজরুল ইসলামকে অন্যায়ভাবে অপসারণের পায়তারার প্রতিবাদে মাদ্রাসায় কয়েক দফা অভ্যন্তরীন বৈঠক করলেও তার সুরাহা না হওয়ায় শিক্ষার্থীরা মাদ্রাসায় বহিরাগতদের নিষিদ্ধকরণ।

শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা, মিথ্যা লিফলেট বিতরণ করে শিক্ষককের মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাদ্রাসার টিনের ঘরের দরজা জানালা ভাংচুর করে। এ ব্যাপারে মাদ্রাসাটির পরিচালক ও সাইখুল হাদিস শামসুল আলম বলেন, এসব অপকর্মের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর জানাচ্ছি।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম ও কক্ষ তত্তাবধায়ক আব্দুর রহমান বলেন, বহিরাগত হাসান ও নাঈম এর কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ ও শাহাবুদ্দিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশোনা করতে এসেছি। কিন্তু শিক্ষকদের সম্পর্কে অসৌজন্যম‚লক লিফলেট বিতরণ ও হেয় প্রতিপন্ন করার বিষয়ে আমরা হতবাক হয়েছি।

আমরা কোন বহিরাগতদের মাদ্রসায় দেখতে চাইনা। উপাধ্যক্ষের কোন ক্ষতি হলে আমরা ভবিষ্যতে আবারও আন্দোলন করবো। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।