বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বগুড়ার শিবগঞ্জের কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের রচনা, কুইজ, উপস্থিত বক্তব্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




