বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বগুড়ার শিবগঞ্জের কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের রচনা, কুইজ, উপস্থিত বক্তব্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।