বগুড়ার শিবগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা, গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জে লুডলস্ কিনে দেওয়ার কথা বলে ২ শিশু কন্যাকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা মামলায় প্রধান আসামি আছাম উদ্দীনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যায় মোকামতলা বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আছামদ্দিন (৫৫) উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃতঃ আকবরের ছেলে বলে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামের শিশু কন্যা (৭) ও একই গ্রামের তার মামাতো বোন শিশু কন্যা (৪) দুইজনে মিলে গত শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পার্শ্বে প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা করছিল।
এ সময় একই গ্রামের মৃত: আলী আকবরের ছেলে আছামদ্দিন ফুসলিয়ে লুডলস্ কিনে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী কলাবাগানে কৌশলে নিয়ে যায়। সে সম আছাম উদ্দিন শিশুদের ধর্ষন চেষ্টা করলে এক নারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই আছাম উদ্দীন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানায়, ইতিপূর্বে আছামদ্দিনের বিরুদ্ধে এধরনের ঘটনায় নিয়ে ২ বার গ্রাম্য সালিশ হয়েছিলো।
এব্যাপারে শিবগঞ্জ থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, এ ঘটনায় ধর্ষনের চেষ্টায় মামলা নেওয়া হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য ২ শিশুকেই পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। মামলার আসামী আছাম উদ্দিনকে সন্ধ্যায় মোকামতলা বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন