বগুড়ার শিবগঞ্জে শিশু সামিয়ার মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে তালের গাছের আঘাতে আহত হয়ে শিশু সামিয়ার (৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে ঘটনা এ ঘটনা ঘটে। নিহত শিশু নান্দুরা গ্রামের বাবু’র কন্যা বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সামিয়ার বাবার ব্যাটারি চালিত অটো ভ্যান চাবিসহ চালু অবস্থায় রাস্তার উপর ছিলো। সামিয়া ভ্যানের পিকাপে হাতের চাপ দিলে ভ্যানটি সজোরে গিয়ে তালের গাছের সাথে ধাক্কা খায়।

এতে শিশু সামিয়াও তালের গাছের সাথে ধাক্কা খেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।