বগুড়ার শিবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পেলো সম্মাননা

বগুড়ার শিবগঞ্জে ২০২২-২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজন এ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহি অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ বেল্লাল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গেলাম মাহবুব মোর্শেদ, উপজেলা কৃষি অফিসার আঃ হান্নান, জেলা সহকারি শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, পদ্মা রানী, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম, হারুন-অর-রশিদ, অভিভাবক তোজাম্মেল হোসেন, হামিদুল ইসলাম,শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি, মিজানুর রহমান, তাকিয়া আক্তার প্রমুখ।

প্রসঙ্গতঃ উপজেলার ৪০জন মেধাবী শিক্ষার্থীকে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এইচইডিপি) এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়।