বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত-৫

বগুড়ার শিবগঞ্জে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ টু পিরব সড়কের নাগরবন্দর কালিপাড়া এলাকায়।

এঘটনায় আহতরা হলেন, লালদহ গ্রামের জিহাদ (২২), শোলাগাড়ী গ্রামের তাহেরা বিবি (৫৫), দাড়িদহ গ্রামের ফুল মিয়া (৩৫) ও সুমন আহম্মেদ (২৪) এবং সংসারদীঘি গ্রামের মিতা রানী(১৫)।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ইজিবাইকটি শিবগঞ্জ নাগরবন্দর থেকে পিরবের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক ও ট্রাকটি দুমড়ে মুচকে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী যাত্রীসহ ৫জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসে। বৃদ্ধা তাহেরা বিবি ও জিহাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে স্থানান্তর করেন।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।