বগুড়ার শিবগঞ্জে সড়ক নিরাপত্তায় নিসচা’র ক্যাম্পেইন অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দুই মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই(নিসচা) এর আয়োজনে সড়ক শৃঙ্খলা ও যানজট নিরাসনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকালে নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে উপজেলার জামুরহাট বন্দরে চালক, হেলপার ও পথচারীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই নাজমুল হক।
নিরাপদ সড়ক দিবস ২০২৩ নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আলী, সামছুর রহমান, রাজিকুল ইসলাম রনি, সদস্য সচিব আসাদুল্লাহ, নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য হেলাল উদ্দিন, মজনু মিয়া, রাব্বি হাসান সুমন, মোহাম্মদ আলী, সেলিম প্রাং, মিজানুর রহমান, রেশমা খাতুন, আইনুল, সাংবাদিক সাজুসহ শতাধিক চালক, হেলপার ও পথচারী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন