বগুড়ার শিবগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে দেউলী ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক ও শংকরপুর—মোকামতলা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৃথক ২টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন ৩৭ বগুড়া—২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব মোল্লা, শফিকুল ইসলাম শফি, জেলা জাপা নেতা সামছুল আলম তালুকদার, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, জাপা নেতা শাহিনূর আলম মাস্টার, ফজলুল হক, রায়হান আলী মাসুম, আনিছুর রহমান সাজু প্রমুখ।

প্রসঙ্গতঃ পৃথক ২টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পালপাড়া গ্রামে প্রধান অতিথি সুধী সমাবেশে বক্তব্য রাখেন।