বগুড়ার শিবগঞ্জে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখার বিদায়ী ও নবাগত শাখা ব্যবস্থাপককে একত্রে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৬ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে সোনালী ব্যাংকে শিবগঞ্জ শাখার সিনিয়র অফিসার ও যুগ্ম জিম্মাদার সাধারণ আব্দুল্লাহ আল মিরাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন, শিবগঞ্জ ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম।

গেষ্ট অফ অর্নারের বক্তব্য রাখেন বিদায়ী শাখা ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী ও নবাগত শাখা ব্যবস্থাপক সোমর কুমার মোহন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ শিবগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, সাবেক পৌর কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল করিম, ব্যবসায়ী সামছুল ইসলাম, খালিদ হাসান আরমান।

সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখার সিনিয়র অফিসার ক্যাশ আব্দুল বাছেদ মুক্তা’র পরিচালনায় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম রনি, আলিমুজ্জামান, ছানাউল ইসলাম, জাকিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আমিনুর ইসলাম, আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক সজল, ব্যবসায়ী মেহেদী, শিষ মিয়া, জাকির তালুকদার প্রমূখ।

প্রসঙ্গতঃ শাহাদাত হোসেন সিরাজী এজিএম পদে পদোন্নতি পেয়ে সারিয়াকান্দি শাখায় যোগদান করবেন এবং নবাগত শাখা ব্যবস্থাপক সোমর কুমার মোহন্ত এজিএম পদে পদোন্নতি পেয়ে শিবগঞ্জ শাখায় যোগদান করবেন।