বগুড়ার শিবগঞ্জে স্কুল ও মসজিদের যাতায়াতের রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও মসজিদের যাতায়াতের রাস্তা নির্মান কাজে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে।

এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় অধ্যক্ষ মোতাহার হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের বেড়পাতাইর গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদ রয়েছে। বিদ্যালয় এবং মসজিদে যাতায়াতের রাস্তাটি কাঁচা থাকায় শিক্ষার্থী এবং মুসল্লিদের যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এ সমস্যা প্রকট আকার ধারন করে।

এ অবস্থায় গ্রামের লোকজন নিজ উদ্দোগে রাস্তাটি ইট দ্বারা নির্মাণ কাজ শুরু করে। হঠাৎ করে গতকাল মঙ্গলবার গ্রামের আফছার আলী তার পরিবারের লোকজন নিয়ে রাস্তার মাঝে বাঁশের ব্যারিকেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এব্যাপারে গ্রামের সমাজসেবক আব্দুল মান্নান বলেন, আমরা গ্রামের সকলে মিলে বিদ্যালয়ের এবং মসজিদের যাতায়াতের জন্য ইট সোলিং এর ব্যবস্থা করি। অত্র গ্রামের সন্তান মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন বলেন, বর্ষা মৌসুমে স্কুল, মসজিদ ও গ্রামের জনসাধারণের যাতায়াত করা কষ্ট হয়ে থাকে। সে লক্ষ্যে আমরা সকলে মিলে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করেছি। তিনি অবিলম্বে রাস্তাটি সরকারি ভাবে পাকাকরনের জন্য দাবী জানান।

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আফছার আলী বলেন, রাস্তাটি সরকারি ম্যাপের রাস্তা নয়। এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি। তাই আমরা বাঁশের বেড়া দিয়েছি।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।