বগুড়ার শিবগঞ্জে স্বাক্ষর জাল! ৫২ লক্ষ টাকা উত্তোলনের চেষ্টায় প্রতারক আটক
বগুড়ার শিবগঞ্জে হিসাব রক্ষণ অফিসের কর্মচারী কর্তৃক ব্যাংক থেকে কৌশলে ৫২ লক্ষ ৩৮ হাজার ৯৯৫ টাকা উত্তোলনের সময় ব্যাংক কর্মকর্তার হস্তক্ষেপে তা ভুন্ডুল হয়ে গিয়েছে। এঘটনায় দুই প্রতারককে পুলিশের সোপর্দ্দ করা হয়েছে।
জানা যায়, পৌর এলাকার বন্তেঘরী গ্রামের জসমত আলীর ছেলের আশিকুর রহমান আসিক (২৬) শিবগঞ্জ হিসাব রক্ষণ অফিসের চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করে আসছিলো। আশিকুর রহমান ও বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামের ফেরদৌসি নামের এক নারীকে নিয়ে পেনশনের টাকার নাটক সাজিয়ে হিসাব রক্ষণ কর্মকর্তাদের স্বাক্ষর জাল করেন ৫২ লক্ষ ৩৮ হাজার ৯৯৫ টাকা উত্তোলনের জন্য পাসকৃত বিল প্রস্তুত করে।
ওই দুই প্রতারক ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য অবৈধ পাসকৃত বিল নিয়ে ব্যাংকে গেলে অফিসার (ক্যাশ) তৌহিদুল ইসলামের সন্দেহ হয়। টাকা প্রদানের পূর্বে ওই নারীকে বোরকার মুখ খুলতে বললে বিপত্তি বাঁধে। বিধিবাম অবশেষে ব্যাংক কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, আশিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো। সে আমারসহ অন্যান্য কর্মকর্তা স্বাক্ষর জাল করে টাকা আত্মাসাৎ করার জন্য চেষ্টা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আশিক ও তার সহযোগী ফেরদৌসী তাদের অপরাধ স্বীকার করায় থানায় নিয়মিত মামলা করার আদেশ প্রদান করা হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে বলেন, হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা আশিককে দিয়ে মিথ্যা ভুয়া বিল প্রস্তুত করে দীর্ঘদিন যাবৎ এভাবে টাকা উত্তোলন করে প্রকৃত ব্যাক্তিদের ঠকানো হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন