বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলা গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক নাশকতার মামলার আসামি ও বিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৮নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক হেলা (৪০) কে গ্রেপ্তার করেছে।
গত সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিহার ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত হেলার বিরুদ্ধে নাশকতার মামলা ছিলো। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে’।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন