বগুড়ার শিবগঞ্জে হয়রানি থেকে বাঁচতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জের গুজিয়া মাঝপাড়া গ্রামের জনসাধারণ মিথ্যা অভিযোগ ও হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। সোমবার (১২ আগষ্ট) সকালে মাঝপাড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র গ্রামের সমাজ সেবক আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।

তিনি বলেন, জুড়ি মাঝপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মেহেদী হাসানের বাড়িতে কে বা কাহারা কয়েকদিন পূর্বে হামলা চালিয়ে বসতবাড়ীর ক্ষতি সাধিত করে। তারা সন্দেহবশত ঢালাওভাবে গ্রামবাসীর নাম উল্লেখ করে মিথ্যা অভিযোগ এনে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করেছে।

যার কোন ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রামের মিঠু মিয়া, সিরাজুল ইসলাম, টুনু মিয়া, আব্দুল জলিল, দুদু মিয়া, হাবিল মিয়া, মজনু মিয়া প্রমূখ।