বগুড়ার শিবগঞ্জে হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির বিশেষ করে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহন জোরদারকরন প্রকল্পের (হোপ) অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পল্লীশ্রী’র হোপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ও প্রকল্প পরিচালক শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা, রাবেয়া আক্তার, মৎস কর্মকর্তা আব্দুর শাকুর।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, শফিকুল ইসলাম, আব্দুল মোত্তালিব মোল্লা, আহসান হাবিব সবুজ, জাহেদল ইসলাম, কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজার রহমান ও ইউনিয়ন হতে আগত সিএসও ১৫ জন সদস্য

অবহিতকরণ সভা সঞ্চালনায় ছিলেন এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার, প্রকল্প প্রেজেন্টেশন করেন এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি সহ আখেরা খাতুন, দেলোয়ার হোসেন ও জয়ন্ত রায় প্রমূখ।

প্রসঙ্গতঃ এনজিও পল্লীশ্রী’র বাস্তবায়নে, বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও সহযোগীতায় এ প্রকল্প বাস্তবায়ন হবে।