বগুড়ার শিবগঞ্জে ৫০ বছরে পদার্পণে দৈনিক করতোয়ার কেক কর্তন

বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার পত্রিকা ৫০ বছরে পদার্পণে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক করতোয়ার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি পবন রায়ের সভাপতিত্বে দৈনিক করতোয়ার কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম।
শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বাবু রতন রায়, নুরুল আমিন তালুকদার,সাজু মিয়া, কামরুল হাসান, কনক দেব, মিজানুর রহমান, কামরুজ্জামান, সাইদুর রহমান সাজু, নুরনবী রহমান, ফারুক হোসাইন, গোলজার রহমান, উৎপল কুমার, সোহাগ আলী, মিনহাজ আলী, জহুরুল ইসলাম সৈকত, আকাশ, রাব্বি হাসান সুমন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পত্রিকা বিক্রেতাদের মাঝে রেইনকোট বিতরন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন