বগুড়ার শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তি স্থাপন
বগুড়ার শিবগঞ্জে শিশুপার্ক এলাকায় শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে শিশু পার্ক চত্ত্বরে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতাউর রহমান মণ্ডল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, শিবগঞ্জ বরকতিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলমগীর হোসেনসহ শিক্ষক ও বিশিষ্ট সুধীবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন