বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি শিবগঞ্জ থানার আব্দুল হান্নান

বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেয়েছেন শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুর হান্নান।

গত শনিবার বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।

বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত অক্টোবর ও নভেম্বর মাসে শিবগঞ্জ থানায় মাদক উদ্ধার, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া অপরাধীদের আটক, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও বিচারে সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওসি আব্দুল হান্নানকে এ সম্মাননা দেওয়া হয়।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি বলেন, আমি শিবগঞ্জ থানায় যোগদানের পর হতে আইনের মধ্য থেকে পুলিশি সেবা প্রদান করে আসছি, মানবিক পুলিশিং এর কাজকে জনসাধারণের নিকট পৌঁছে দেওয়ার কাজও করছি, এ সম্মাননা আমার একার নয়, এ সম্মাননা শিবগঞ্জ থানার সকল পুলিশ সদস্যের। এ সম্মাননা আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে।

প্রসঙ্গতঃ ওসি আব্দুল হান্নান গত ২১শে সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেন।