বগুড়ার ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/bogra_rape20170804133926.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রতিবেদনে এ আলামত পাওয়া যায়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
তিনি জানান, ভিকটিমকে আদালতের নির্দেশে গত মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ফরেনসিক বিভাগের প্রধান প্রফেসর ডা. একেএম সাইফুল ইসলামের নেত্বতে একটি টিম ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। ফরসেনিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। বৃহস্পতিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তার কাছে ওই প্রতিবেদন হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন