বগুড়ার শিবগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/20210723_172223.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চাউর হলেও সকাল ১০টায় করোনা পজেটিভ রির্পোট আসে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ইউএনও উম্মে কুলসুম সম্পার করোনা (কোভিড-১৯) আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে চিকিৎসকের পরামর্শক্রমে হোম কোয়ারেন্টাইনে আছেন।
প্রসঙ্গত,ইউএনও উম্মে কুলসুম সম্পা যোগদানের পর থেকে করোনা প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা হিসাবে করোনা পরিস্থিতি উন্নত করার জন্য জীবনবাজি রেখে সারা উপজেলায় চষে বেড়িয়েছেন।
তিনি সকলের কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন